আলিফ লায়য়য়য়য়য়য়য়লা দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেখার বাণী কত যোগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে আলিফ লায়য়য়য়য়য়য়য়লা কবে জন্ম হয়েছিল আলিফ লায়লার? কতটাই বা জনপ্রিয় ছিল বাংলাদেশে সেটা হয়তো সবাই জানি,

আলিফ লায়য়য়য়য়য়য়য়লা
দেখো সব নতুন কাহিনী,
মন ভরে দেখার বাণী
কত যোগ পেরিয়ে গেছে
 নতুন তবু রয়ে গেছে
আলিফ লায়য়য়য়য়য়য়য়লা
কবে জন্ম হয়েছিল আলিফ লায়লার? কতটাই বা জনপ্রিয় ছিল বাংলাদেশে সেটা হয়তো সবাই জানি, 
 এমন মানুষ জুড়ি মেলা ভার যে ছোটবেলায় আলিফ লাইলা দেখেনি ছোটবেলায় আলিফ লায়লা এই কথাটা কানে আসলেই একটা অন্যরকম অনুভব কাজ করতো প্রতিটি পর্বে ওই সময়টুকু যেন দুচোখ টেলিভিশন পর্দায় আটকে যেত। মনে হতো আলিফ লায়লা চলাকালীন সময়ে অন্যদিকে তাকানোই যাবে না। আর তাকালেই মনে হতো কি যেন দেখার বাকি রয়ে গেছে ! আলিফ লায়লা মোট ৩৬০ টি পর্ব রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১-আলাদিন এবং বিস্ময়কর চেরাগ ২-জিসান ও সোফান নিজবার গল্প ৩-নাবিক সিন বাদের সাতটি সমুদ্র যাত্রা। ৪-জেলে এবং দৈত্য হাকিম ডুবান ৫-বৃদ্ধ ব্যক্তি এবং কালো কুকুর ৫-তিন সওদাগর ৬- জেলে আর জ্বিন ৭-তাইয়্যবা তালিব ইত্যাদি।  ৯০ দশকের জনপ্রিয় আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক আলিফ লায়লা। ১৯৯৩ সালের জনপ্রিয় টিভি সিরিয়াল আলিফ লায়লা। রূপকথা, দুঃসাহসিক, অ্যাকশন,নাট্য, গল্প দিয়ে সাগর ফিল্মসের নির্মাণে প্রথম হিন্দি ভাষায় ভারতে আলিফ লায়লা প্রচারিত হয়। এরপর থেকে জনপ্রিয় হয়ে ওঠে টিভি সিরিয়ালটি। জনপ্রিয়তার কারণে ৯০ দশকে বাংলাদেশে বাংলা ভাষায় বিটিভিতে প্রচারিত হয় আলিফ লায়লা।  প্রচারের পর থেকেই বাংলাদেশের মানুষের হৃদয় কেড়ে নেয় আলিফ লায়লা। তবে নির্মাতাদের মন-মালিন্য কারণে ২৬০ পর্বের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে জনপ্রিয় টিভি সিরিয়াল আলিফ লায়লার।