বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন কাহালপুর আলীম মাদ্রাসা'র মাধ্যমিক স্তরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আলিয়া মাদ্রাসার মাধ্যমিক স্তরের ক্রিকেট টুর্নামেন্টে বাগেরহাট জেলা পর্যায়ে রানার্স আপ হওয়ায় উক্ত মাদ্রাসার আয়োজনে এর নিজস্ব সভাকক্ষে সোমবার দুপুর ১২ টায় এ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আযান প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী হওয়ায় শিক্ষার্থী রাইয়ান রহমানকেও সংবর্ধনা প্রদান করা হয়।
অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক এম, এম মফিজুর রহমান,সহ সভাপতি আব্দুল্লাহ ফারুক, আরবী প্রভাষক জুলফিকার আলী ও আশরাফুল আলম, ক্রীড়া শিক্ষক আফরোজ খানম, বাংলা শিক্ষক কে, এম, এ আলোম,ইংরেজি শিক্ষক মামুনুর রশিদ কম্পিউটার শিক্ষক ফয়েজ মোল্লা, সহকারী শিক্ষক ফরিদা খানম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, সাংবাদিক কে, এম, মাহামুদুল হক ও আশিকুল ইসলাম প্রমুখ।