নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন উপলক্ষে সারা পৃথিবীতে উদযাপিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৩ ।নার্সেস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় " আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ"। অদ্য ১২ই মে কিশোরগঞ্জ জেলাতে পালিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস।২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ এর উদ্যোগে সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গন থেকে সকল নার্সিং কর্মকর্তাদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,পি পি এম (বার), ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ নুর মোঃ শামসুল আলম,সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক কামরুন নাহার সহ জেলার সকল নার্সেস কর্মকর্তাবৃন্দ।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়।২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক কামরুন নাহার বলেন, নাইটিঙ্গেল এর জন্মদিন উপলক্ষে প্রতিবছর নার্সেস দিবস উদযাপন করা হয়।এইদিন সকল নার্সেস কর্মকর্তাবৃন্দ কেক কেটে নাইটিঙ্গেল এর জন্মদিন তথা নার্সেস দিবস উদযাপন করেন। শোভাযাত্রা শেষে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক কামরুন নাহার এর সভাপতিত্বে অফিস কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন অত্র হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ নুর মোঃ শামসুল আলম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি এন এ) এর কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ওমর ফারুক, নার্সিং কর্মকর্তা আয়েশা আক্তার, মোঃ আশেক মিয়া, বোরহান উদ্দিন, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ রাজিব মিয়া,প্রতিমা রাণী বর্মন, কোহিনুর বেগম সহ নার্সিং নেতৃবৃন্দ।