ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের হল রুমে একদিন ব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ শনিবার ২১ ই জুন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুল আলম সেলিম। কর্মশালা উদ্বোধন করেন কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ রমজান আলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, গাজী টেলিভিশন ও দৈনিক আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান খান সোহেল চৌধুরী, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি ও ইউএনবির জেলা সংবাদদাতা মোঃ শফিকুল ইসলাম ফকির মতি , বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া , গবেষক সাংবাদিক লেখক সাদেক আহমেদ, সৈনিক আমার দেশ পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম সুমন , সাংবাদিক আহসানুল হক জুয়েল,
প্রশিক্ষণ কর্মশালায় ইসলামের আলোকে সাংবাদিকতা ও নৈতিকতা বিষয়ে আলোচনা পেশ করেন মাওলানা আজহারুল ইসলাম, সংবাদ লেখার কৌশল বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম সেলিম, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন কৌশল এ বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষক আবুল হাশেম বুলবুল প্রমূখ।
সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শামসুল আলম সেলিম। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সাংবাদিক আহসানুল হক জুয়েল।