ভুরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে চলছে দুই দিনব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। চলতি মাসের ২৪/০৩ ২০২৫ ও ২৫/০৩/২৫ ইং রোজ সোম ও মঙ্গলবার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর হলরুমে চলছে এ হালনাগাদ কর্মসূচি। কর্মসূচিতে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একনাগারে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত লোকজন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তাদের হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করছেন।