গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (KUJ) সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার প্রধান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।
কুড়িগ্রামসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা) সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (এটিএন নিউজ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল),যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), ৫.রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ),.তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ),সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), .রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ) রিপন আহমেদ রনি কুড়িগ্রাম জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি দৈনিক আমার বার্তা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।