সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে কুড়িগ্রামে নব আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ আগষ্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের হলরুমে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর বিশেষ সম্মিলনে এই কমিটি ঘোষণা করা হয়। 

সম্মিলনে জেলার সকল উপজেলা থেকে প্রায় দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত হন। বিভিন্ন সাংবাদিকদের প্রাণবন্ত আলোচনায়  সাংবাদিকদের মাঠে কাজের সময় নানা হুমকি ও হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ বলেন, খবর সংগ্রহে গেলে প্রভাবশালী মহল ভয় দেখায়, আবার কেউ জানান, প্রশাসনিক বাধার মুখেও দায়িত্ব পালন করতে হয়। তারা সাংবাদিকদের জন্য একটি কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সম্মিলনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, সাংবাদিকরা ভয় পেয়ে কলম নামাবেন না। আমরা সত্যের সৈনিক, আর সত্যের পক্ষে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।

প্রধান আলোচক সরকার মজহারুল মান্নান বলেন, গণতন্ত্র রক্ষায় তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া এ স্বাধীনতা সম্ভব নয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে থাকবে। হয়রানি বা হামলার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন,  জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। 
এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ট্রেজারার মমিনুল ইসলাম রিপন প্রমুখ । সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম। 

নবগঠিত ৯  সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি তালিকা
১.আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা)
২.সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (এটিএন নিউজ)
৩..সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল)
৪.যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), ৫.রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), ৬.তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ)
৭.সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), ৮..রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), ৯..মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)

সভা শেষে সাংবাদিকরা এক কণ্ঠে শপথ নেন- সত্য বলব, সত্য লিখব- যে কোনো পরিস্থিতিতে।