পুলিশের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 
কুমিল্লা বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের  বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বুড়িচং থানা মাদক মুক্ত করে ছাড়বো। 
তিনি জানান,কুমিল্লা-বাগড়া সড়কের ফকিরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বুড়িচং থানার এএসআই শাহপরানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। আটককৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার সেলিম উদ্দিনের ছেলে মো. হাবিব (২১) ও মফিজ মিয়ার ছেলে রাকিব হোসেন কালু (২০)।পুলিশের অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে