মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার মুহতারাম সুপার মাওলানা হাবিবুর রহমানকে প্রকাশ্যে অপমান ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ক্যাবিনেট সভাপতি জহিরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ভূকশিমইল ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক আব্দুর রহিম আহমদ মাদ্রাসা সুপারকে প্রকাশ্যে অপমান ও হুমকি প্রদান করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ ব্যাপারে মাদ্রাসা সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, আগামীকাল রবিবার (২৩ মার্চ) মাদ্রাসায় তালামীযের ইফতার মাহফিলের অনুমতি না দেওয়ায় এ ঘটনার সূত্রপাত ঘটে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানান।