গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় সকালে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উদ্যোগে এবং সোনালী ব্যাংকব পিএলসি, মিরপুর শাখা, কুষ্টিয়ার সহযোগীতায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উপ-পরিচালক আসলাম হোসেন, সহকারী পরিচালক শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল কাফি প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বকরেন সোনারী ব্যাংক’র প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হক। অনুষ্ঠানিিট পরিচালনা করেন সোনালী ব্যাংক, মিরপুর শাখা, কুষ্টিয়ার সিনিয়র অফিসার (ক্যাশ) মমতাজুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ আসলেই একটি অসাধু চক্র জাল টাকা ব্যবহারে সক্রিয় হয়ে উঠে। এই জাল নোট প্রতিরোধে এককভাবে সরকার কিংবা ব্যাংকার যথেষ্ট নয়। জাল টাকা রোধ করতে হলে সকলের সমন্বিত উদ্যোগ দরকার। সকলের প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরো বেশি বেশি সচেতন হতে হবে। তাহলেই জাল নোট প্রতিরোধ করা সম্ভব হবে।