গত ১৬ জুলাই ২০২৫ (বুধবার) কুষ্টিয়ার মিরপুরে কৃষি কাজে ব্যবহার অনুপযোগী ও ভেজাল সার বিক্রির দায়ে  মিরপুর বাসস্ট্যান্ড বাজারস্থ ‘মেসার্স মুক্তা ট্রেডার্স’ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭(২) (ঘ) ধারায় এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম। এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলাম ও কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভেজাল সার আমদানি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করলে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না ”। আরও বলেন কৃষক যদি ব্যবহার অনুপযোগী ও ভেজাল সারের কারণে চাষ আবাদে ক্ষতিগ্রস্থ হয় তাহলে তারা চাষ আবাদের উপর আস্থা হারিয়ে ফেলবে। তাই আমাদের এই অভিযান  ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”