কুষ্টিয়া পৌরসভার ২১ ওয়ার্ডের ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারিতে অংশ নেওয়াদের মধ্যে আওয়ামী লীগ কর্মীর নাম থাকায় হট্টগোল করেছে বিএনপি জামায়াত ও ছাত্র জনতার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি করার আয়োজন চলছিল। 
এ সময় লটারিতে অংশ নেওয়া ডিলারদের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় আওয়ামী কর্মী ও দোষরদের নাম থাকায় বাধ সাধে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার নেতাকর্মীরা। তারা একযোগে আওয়ামী দোষরদের নাম বাদ দেওয়ার জন্য শোরগোল ও হট্টগোল শুরু করে। অনেকেই লটারি অনুষ্ঠান থেকে বের হয়ে যান। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি স্থগিত করেন।