কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে অকাল মৃত্যু হয়েছে ইব্রাহিম (১২) ও ইমরান (৮) নামে আপন দুই ভাইয়ের। এক সাথে দুই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম।
নিহত শিশুদুটি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ কলাকাটা গ্রামের আমিনুল ইসলামের পুত্র।
জানা গেছে, গত শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে বাড়ির পাশে চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে দুইভাই। একসময় ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল স্থানীয়দের সহায়তায় অনেক অনুসন্ধান করেও তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়।
পরে সোমবার (১২ মে) সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে একই উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে দু'শিশুর ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।