র্যাব জানায়, গতকাল (৩১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ ইউনুস (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ টাকা।
গ্রেফতারকৃত ইউনুসের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের গদাবাগ এলাকায় অবস্থান করে আসছিলেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
র্যাব জানিয়েছে, আটক ইউনুসের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিনিয়তই বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে। এ অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হওয়ায় মাদকের ভয়াল থাবা প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ছে।