মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর  উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় মিজানের কাঠ ডিজাইন কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার সামনে খোলা আকাশের নিচে সাইজ কাঠ রিফাইন করার জন্য ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ সেটা বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি কারখানায় কাঠ মিস্ত্রি মিল্টন, রাম ও আলমগীর কাজ করছিলেন। বিস্ফোরণে মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় ব্রয়লারের লোহার মুখ ২৫ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়েছে। এতে পার্শ্ববর্তী দুটি ভবন ক্ষতিগ্রস্থ হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান জানান, আহত আলমগীরকে চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি।