খাঁচার মধ্যে অবস্থান করে ‘পাখির মুক্ত বিচরণ’ নিশ্চিত করার দাবিতে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন মা প্লাজায় অবস্থিত গ্রীন লাউঞ্জ ফুড কোর্টে ব্যতিক্রমী প্রচারাভিযান ও প্রদর্শনী করেছে চাঙর এর ব্যাবস্থাপনা পরিচালক নাঈম সিদ্দিকী (৩০) নামের পাখি প্রেমিক।

গতকাল শনিবার ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যায় এ প্রদর্শনী করা হয়। নিজেকে খাঁচায় বন্দি করে রেখে ব্যতিক্রমী প্রতিবাদমূলক এমন প্রচারাভিযান চালান তিনি।‘পাখি বাঁচান, তাকে মুক্ত আকাশে উড়তে দিন’। এটাই চিলো তার প্রদর্শনীর মূল উদ্দেশ্য।  নাঈম সিদ্দিকী জানান, অল্প সময়ের জন্যই খাঁচায় থাকতে তার কষ্ট হচ্ছিল। তাহলে পাখিরও অনুরূপ কষ্ট হয়।

মানুষের যেমন মুক্ত থাকতে ইচ্ছে করে, পাখিরও তেমন মুক্ত আকাশে ওড়ার স্বাধীনতা রয়েছে। পাখিরা মুক্ত আকাশে উড়বে, এটা পরিবেশের জন্য ভালো। পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে। পাখির অবাধ বিচরণের জন্য পরিবেশ বিভাগ এবং প্রাণী সংরক্ষণ বিভাগের প্রচারণা চালানো উচিত। যাতে পাখিকে কেউ খাঁচায় আটকে পালন করতে না পারেন। এ সময় তিনি পাখি যেন মুক্ত আকাশে তাদের মতো করে বিচরণ করে ওড়ে বেড়াতে পারে তা নিশ্চিতের দাবি জানান।