খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর ও প্রথম বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর ও প্রথম বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ মে) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে জমকালো এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। সভাপতিত্ব করেন খুবিসাসের সদ্য বিদায়ী সভাপতি একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, "শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের সুযোগ পাচ্ছেন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং সমস্যা গণমাধ্যমে উঠে আসে, যা গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করে।"
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে 'মিনি সুন্দরবন' হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনার কথাও জানান। উপাচার্য বলেন, "বাঘ ছাড়া সুন্দরবনের সব প্রাণী — হরিণ, কুমির, বানরসহ জীববৈচিত্র্যের সব উপাদান এখানে সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই লক্ষ্যে নানা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।"
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান সাংবাদিকতার পেশাকে বিশ্বের অন্যতম সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "সত্যের অনুসন্ধান, দায়িত্বশীলতা ও সৃজনশীলতাই এই পেশার ভিত্তি। একটি ভুল সংবাদ কারও জীবন ধ্বংস করতে পারে, তাই সাংবাদিকদের সবসময় সত্যনিষ্ঠ থাকতে হবে।" তিনি জুলাই আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূমিকার প্রশংসাও করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি একরামুল হক খুবিসাসের যাত্রাপথ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সম্পাদক নবনির্বাচিত কমিটির কাছে দাপ্তরিক ফাইল হস্তান্তর করেন।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, খুবিসাসের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল (সোমবার) খুবিসাসের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।