খুলনার শিববাড়ি মোড়ে বিভিন্ন কলেজের এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার ৩০ শে মে ২০২৪ সকাল ১০ঃ০০ ঘটিকায় মানববন্ধনে অংশগ্রহণ করেন। সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ৩০শে জুন তবে শিক্ষার্থীদের দাবি তারা পর্যাপ্ত সময়ের অভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারছে না। মানববন্ধন শেষে আন্দোলনকৃত ছাত্রছাত্রীরা খুলনার সহকারী জেলা প্রশাসক মোঃ মুনতাসির হাসান খান এর নিকট স্মারক লিপি জমা দেন।

খুলনার শিববাড়ি মোড়ে বিভিন্ন কলেজের এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার ৩০ শে মে ২০২৪ সকাল ১০ঃ০০ ঘটিকায় মানববন্ধনে অংশগ্রহণ করেন। সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ৩০শে জুন তবে শিক্ষার্থীদের দাবি তারা পর্যাপ্ত সময়ের অভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারছে না। 
মানববন্ধন শেষে আন্দোলনকৃত ছাত্রছাত্রীরা খুলনার সহকারী জেলা প্রশাসক মোঃ মুনতাসির হাসান খান এর নিকট  স্মারক লিপি জমা দেন।

শিক্ষার্থীরা দৃষ্টি আকর্ষণ করেন এবং বিভিন্ন দফা দাবি পেশ করেন তার মধ্যে উল্লেখযোগ্য
 ১) সারাদেশে বেশ কয়েকদিন যাবত বৈরী আবহাওয়া বিরাজ করছে 
২) সম্প্রতি বন্যা কবলিত এলাকায় পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নাই
৩) গ্রামাঞ্চলে এমনকি শহরেও বিদ্যুৎ এর লোডশেডিং
৪) তীব্র গরম সহ্য করে পড়াশোনায় মনোনিবেশ না করতে পারা
৫) শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ ক্লাস করতে না পারা
৬) ২০২২-২৩ সালের শিক্ষার্থীরা একই সিলেবাসে পরীক্ষার ক্ষেত্রে ১৮ মাস সময় পেয়েছে তাছাড়া আইসিটি পরীক্ষায় তারা ৫০ মার্কের পরীক্ষা অংশগ্রহণ করেছে যা ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য ১০০ মার্কের।

 শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের বর্তমান দুর্যোগ ও আবহাওয়ার পরিবর্তনের কারণে সমগ্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর জন্য শিক্ষার্থীদের এই আন্দোলন। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ২০২৪ সালের শিক্ষার্থীদের মধ্যে  আজমাইন সাজিম, মেহেদী হাসান, রেদান বিন ওবাইদ,ফাহিম আহমেদ, প্রমূখ।