খুলনার দাকোপের চান্নির চক গ্রামে শুরু হয়েছে লোকজীবনভিত্তক সমকালীন শিল্পানুশীলন। খন্দকার নাছির আহাম্মদের তত্ত্বাবধানে ২১ মে থেকে শুরু হওয়া এই অনুশীলনকর্মে অংশ নিচ্ছেন মুহাইমিনা, সানজিদা ইসলাম, মাহিম মঞ্জুর বর্ণ, তিথি মণি হালদার, বিশ্বজিত রায়, তারেকুল ইসলাম ও মণি মাঝি। শ্বাসমূল আর্টস আয়োজিত ‘প্রকৃতি- পাঠ ও নির্মিতি’ শিরোনামের সাত দিনব্যাপী লোকজীবনভিত্তিক এই শিল্পানুশীলনে অংশ নেওয়া শিল্পীরা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শিল্প নির্মাণ করবেন। এ কাজে তাঁরা সহযোগিতা নেবেন স্থানীয় বাসিন্দাদের। অংশ নেবেন তাঁরাও। এ ছাড়াও রাজনগর চান্নির চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেবেন এক দিনের একটি শিল্প কর্মশালায়।শিল্পানুশীলনের শেষ দিন ২৭ মে প্রকৃতিক উপাদানে তৈরি শিল্পীদের শিল্পকর্মগুলোর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিল্পকর্ম প্রদর্শনী চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।