বলছি পাথরঘাটার "শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত আজকের খেলা।বরগুনা-২ আসনের প্রয়াত এমপি গোলাম সবুর টুলু, জীবদ্বশায় সবসময় কাটিয়েছেন নিজ এলাকার মানুষের সুখের কথা ভেবে, উন্নয়নের দ্বারা শেষ করতে পারেনি, সরকদূর্ঘটনায় সকল মায়া ত্যাগ করে চলে গেছেন নাফেরার দেশে, তবে হাল ছাড়েনি তার পরিবার। তার সহধর্মিনী সুলতানা নাদিরা (এমপি) তার তিন মেয়েকে সাথে নিয়ে শত বাধা বিপত্তি, লাঞ্ছনা উপেক্ষা করেও পাথরঘাটা-বামনা-বেতাগীবাশীর পাশে থেকেছে।
আর সেই ভালোবাসার মূল্য দিয়েছে বামনা-পাথরঘাটা-বেতাগীবাশি, প্রধানমন্ত্রীর দেয়া নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাত কে শক্তিশালী করে সংসদে পাঠিয়েছেন।সেই সুলতানা নাদিরা এমপি ও তার পরিবার বৈশাখের আনন্দে সবাইকে আনন্দীত করার লক্ষে গোলাম সবুর টুলু ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করেন "প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ "।স্থান : শেখ রাসেল মিনি স্টেডিয়াম,পাথরঘাটা,বরগুনা।এই আনন্দের তীব্রতা শীর্ষ পর্যায়ে নিতে আমন্ত্রিত হয়ে এসেছেন শুধু সিলেট থেকে"ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি"বর্তমান সময়ের আলোচিত এমপি সিলেটের "ব্যারিস্টার সুমন" সাহেব, বর্তমান সময়ে ব্যারিস্টার সুমন সাহেবের নাম জানে না এমন লোক পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে যিনি এমপি হয়েছেন বর্তমানে, যদিও তিনি সিলেটের চুনারুঘাট-মাধবপুরের এমপি, তবে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন সারা বাংলাদেশ। তাইতো এক নজর তাকে দেখার জন্য, মায়া মাখা মুখের একটু কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে রীতিমতো এ যেন জনতার ঢল নেমেছে, পাথরঘাটা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কানায় কানায় পরিপূর্ণ জনতা, নিজেই খেলেছেন নিজের দলের হয়ে। খেলার শেষ পর্যন্ত কোনো গোল হয়নি।