মুরাদনগরে খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে রিয়াদ (১৪) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে এই ঘটনা ঘটে।
আহত রিয়াদ উপজেলার ধামঘর গ্রামের আবু মিয়ার ছেলে ও ধামঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
জানা জায়, মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শক খেলা দেখতে আসে। শনিবার বিকেলেও খেলা দেখার জন্য দর্শকের উপস্থিতি হয় উল্লেখযোগ্য। এসময় খেলা দেখার জন্য মাঠের পাশের ডিআর উচ্চ বিদ্যালয়ের ভবনের ১তলার ছাদে উঠে স্কুলছাত্র রিয়াদ। এসময় হঠাৎ করেই সেই ভবন থেকে পড়ে গেলে একটি লম্বা কাঠি তার থুতনির নিচদিয়ে ঢুকে জিহবা ভেদ করে বের হয়। এসময় তার শোর-চিৎকার শুনে উপস্থিত কয়েকজন দর্শক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, এই ঘটনার বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি।