মুন্সীগঞ্জের গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লার কোতয়ালী থানার মুরাদপুর গ্রামের মৃত চারু মিয়ার মেয়ে রুনু আক্তার সোহানা (৩৭), ও তার খালাতো বোন গর্জনখোলা গ্রামের আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। তিনটি প্লাস্টিকের ব্যাগে কালো রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল গাঁজা গুলো।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এর আগেও তারা কুমিল্লায় মাদক মামলায় আটক হয়েছিলো। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারো মাদক ব্যবসার সাথে জড়িয়েছে'।