পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে গত ১৪ জুলাই সরকারি ভাবে বিনা মূল্যে দুস্থ ও সুবিধা বঞ্চিত মহিলাদের ২০২৩/২৪ অর্থ বছরের আওতায় জানুয়ারি ২০২৫ থেকে জুন পর্যন্ত মাসে ৩০ কেজি হারে ৬ মাসে ১৮০ কেজি চাল বিতরণ করা হয়।
বাংলাদেশ সরকারের ভিডব্লিউবি চক্রের খাদ্যশষ্য বিতরন প্যানেল চেয়ারম্যান ১ মোঃ নাসিরউদ্দিন এর মাধ্যমে শুরু হয়। এ সময় তিনি ও তার সহযোগী মোঃ ইছাহাক মোল্লা মিলে অসহায় ও দুস্থদের কাছ থেকে অবৈধ ও বেআইনি ভাবে ৩ শত টাকা করে উত্তোলন করেন। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী জানতে পেরে এবং তথ্য ও প্রমান সহ তাদেরকে আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোহেবুল্লাহ বাদী হয়ে থানায় মামলা রুজু করেন।
আসামীদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, "গতকাল চিকনিকান্দি ইউনিয়নে দুস্থ, অসহায়দের চাল বিতরণ প্রোগ্রাম চলতেছিল। এ সময় কয়েকজন ভুক্তভোগী ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে গিয়ে তাদের পাওনা টাকা অর্থাৎ তাদেরকে কার্ড দিবে এই মর্মে ৩০০/ করে টাকা তোলে যা চাইতে গেলে সে অস্বীকার করে। তখন সেখানে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। ঠিক ঐ মুহূর্তে গলাচিপা সেনাবাহিনীর একটি টহল দল ঐ এলাকায় ছিল এবং তখন তারা সেনাবাহিনীর কাছে সহয়তা চাইলে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় এবং প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনসহ তার সহযোগী মো: ইসহাককে আটক করে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচিব মহিবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় একটি এজাহার দাখিল করে।"