মঙ্গলবার দুপুর ১২ঘটিকায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হয়।লটারি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।লটারি অনুষ্ঠানে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো রাশিদুল কবির, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আলাউদ্দিন বসুনিয়া, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দীন ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়নে মোট ডিলার পয়েন্ট ৪৮। এরমধ্যে আবেদনকারীর সংখ্যা ছিলো ২৩২।যাচাই-বাছাই এর পর বাতিল ৬৩ টি।বৈধ আবেদন ১৮৪ জন আবেদনকারীর মধ্য হতে উম্মুক্ত লটারির মাধ্যমে ৪৮ টি পয়েন্টে ৪৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।