গাইবান্ধার গোবিন্দগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন , সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম প্রমুখ। এছাড়া জয়পুর ও মাদারপুরসহ অন্যান্য খৃষ্টান সম্প্রদায়ের গীর্জাতেও অনুরূপভাবে প্রার্থনা, কেক কর্তন, নাচগান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ পবিত্র দিনটি পালন করা হয়। বড়দিন উপলক্ষে আদিবাসীদের বাড়িতে বাড়িতে নানা ধরণের খাওয়ার আয়োজন, নতুন কাপড়ে সজ্জিত হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে বাড়িতে যাতায়াতের উৎসবের অংশ ছিল। খ্রিস্টান নেত্রী এমেলি হেম্রম বলেন, আজকের এই দিনটির জন্য আমরা আপেক্ষা করি। প্রিয়জন আত্নীয় স্বজন বাড়ীতে শিশুরা মুখিয়ে থাকে উৎসব করার জন্য। এবার আমরা দেশের জন্য দেশের মানুষের মঙ্গল কামনা কামনা করেছি।