বিশেষ সংবাদদাতা (নোয়াখালী) নোয়াখালীর সোনাইমুড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সোনাইমুড়ী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রক্রিয়া পরিকল্পিতভাবে অনিয়ম করা হয়েছে। ডিলার আবেদনের পূর্ব শর্ত ছিলো ফুডগ্রেইন লাইসেন্স থাকা। উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের অসাধু কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে নির্দিষ্ট ব্যক্তিদের ফুডগ্রেইন লাইসেন্স প্রদান করেছে। অদৃশ্য কারণে প্রকৃত আবেদনকারী ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করা হয়নি। সোনাইমুড়ী কলেজ গেট এলাকার মুদি ব্যবসায়ী নুর ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী নুরুন্নবী বলেন, আমি যথাযথ নিয়মে আবেদন করেছি। অফিস সহকারী আবদুল করিম আমার কাছে দাবীকৃত অর্থ তাকে না দেওয়ায় আমাকে ফুডগ্রেইন লাইসেন্স দেয়নি। দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারের রেজাউল হক এন্ড সন্সের স্বত্বাধিকারী রেজাউল হক বলেন, আমি সকল কাগজপত্র সঠিকভাবে উপস্থাপনের পরও আমাকে লাইসেন্স না দিয়ে টাকার বিনিময়ে একজন হার্ডওয়ার ব্যবসায়ীকে লাইসেন্স দেওয়া হয়। আমিশাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আলম ভুট্টো দাবী করে বলেন, উপজেলার ৯টি স্পটে অনিয়মের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের ফুডগ্রেইন লাইসেন্স প্রদান করা হয়েছে। এ সময় বক্তারা সোনাইমুড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের অপসারণ দাবী করেন।