গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮০০ পিস বিক্রয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - কৌচাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মৃত আহসান আলীর ছেলে ইদ্রিস আলী (৪৭) এবং ইদ্রিস আলীর ছেলে ফুয়াদ হাসান (২৭)।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এছাহাক আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে মাদক কারবারি ফুয়াদের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক কারবারি বাড়ির ভিতর থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ইদ্রিস আলী এবং তার ছেলে ফুয়াদ হাসানকে আটক করা হয়। অপর মাদক কারবারি বাহাদুর সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে গোয়াল ঘরের ভিতরে খড়ের স্তূপের ভিতর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পাতা (প্রতি পাতায় ১০ পিস), মোট ৮০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা। যার মোট ওজন ৮০০০ মি.গ্রা. (প্রতি পাতার ওজন ১০০ মি.গ্রা.) এবং আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। ফুয়াদ পুলিশকে জানায়, উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৪০) এসে তাকে এই ট্যাবলেট সরবরাহ করেছে এবং ইদ্রিস আলী অধিক লাভের আশায় সেগুলো নিজ হেফাজতে রেখেছিল বলে অকপটে স্বীকার করে। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।