গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাহিনীর আক্রমণে আহত ছাত্রদের দেখতে যান ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি।
সোমবার সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গিয়ে আহতদের খোঁজ খবর নেন তিনি।এ সময় তিনি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আহত ছাত্রদের সর্বশেষ অবস্থার খোঁজ খবর নেন।
ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম খান বিকি আহত বিশাল ও সানিউল ইসলামের পাশে দাঁড়িয়ে বলেন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের কোন স্থান নেই।এদেশের ছাত্র-জনতার আন্দোলনে তারা লেজ গুটিয়ে পালিয়েছে। আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। চব্বিশের বীরদের সরকারীভাবে স্বীকৃতি দিতে হবে।আহতদের সরকারি চাকুরিসহ তাদের মর্যাদাপূর্ণ পুনর্বাসন করা এখন সময়ের দাবি।
উল্লেখ্য শুক্রবার আকম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণ করে ও ভাঙচুর করে একটি দল। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ঘটনাস্থলে গেলে মোজাম্মেল বাহিনীর হামলার শিকার হন ছাত্র-জনতা। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে সারা দেশে অপারেশন ডেভিল হান্টার অভিযানের ঘোষণা দেয় সরকার।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর সমন্বয়ক আব্দুল্লাহ মোহিত হামলার জন্য আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের কর্মীদের দায়ী করে গাজীপুর সদর মেট্রো থানায় মামলা করেন।মামলার আসামি অনেককেই গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।