চরভদ্রাসনের গাজীরটেকের বাবলাতলা শিশু গাছ উলটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গাছ উল্টে যায়।
জানা গেছে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বড়একটি শিশু গাছ উল্টে চরভদ্রাসন ফরিদপুর যোগাযোগ বিষন্ন হয় ৯ইজুলাই রাত আড়াই ঘটিকায়। ৯ইজুলাই রাত আড়াই ঘটিকায় ফায়ার সার্ভিসে ফোন করে অবহিত করে।তাৎক্ষণিক চরভদ্রাসন উপজেলার স্টেশন অফিসার শরীফ মুর্তজা নেতৃত্বে একদল ফায়ার সার্ভিসের চৌকস দলের চেষ্টায় সকাল ৭টাপর্যন্ত রাস্তা থেকে বড় একটি শিশু গাছ টি অপসারণ করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ মর্তুজার নেতৃত্বে মানবিকতার কর্মকাণ্ডে সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
চরভদ্রাসন স্টেশন অফিসার শরীফ মোর্তজা নেতৃত্বে, অগ্নি নির্বাপক কর্মকান্ডে মানবিকতার কাজ করে চলেছে।