চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ মার্চ) বিকালে আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ মসজিদ সংলগ্ন চাঁতালে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামি  আলিনগর ইউনিয়ন আমির আঃ হাকীমের সভাপতিত্ব ও সেক্রেটারি আঃ আলীমের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চাপাই নবাবগন্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাই নবাবগন্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাও. ইকরামুল হক, আঃ আওয়াল, মাও সৈবুর রহমান, আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এতে প্রায় ১০০০ জন লোকের ইফতারির ব্যবস্থা করা হয়।