চাপাইনবাবগন্জ জেলার গোমাস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর স্কুল ও কলেজ মাঠে মোরহুম জোব্দুল হক (বি,এস) স্মৃতি মিনি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোদন হয়েছে
৮ তারিখ শনিবার বিকাল ৪.৩০সময় খেলাটিতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান অপু সেক্রেটারি আলীনগর ইউনিয়ন বিএনপি  ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মো: মাসুম চেয়ারম্যান ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন  রবিউল আওয়াল অধ্যক্ষ আলীনগর স্কুল এন্ড কলেজ ও তাসবিরুল ইসলাম (সৌর) বিশিষ্ট সমাজ সেবক  ও আনোয়ারুল ইসলাম ( বিদ্যুত) সাবেক চেয়ারম্যান আলীনগর ইউনিয়ন ও মজিবুর রহমান অধ্যাপক রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ এছাড়াও আরও গন্য মান্য ব্যাক্তিরা খেলায় প্রধান প্রতিপাদ্য ছিলো মাদক ছাড়ো খেলতে চলো।