বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোয়াইনঘাটের সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে গণ-ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকালে গোয়াইনঘাট মেডিকেল রোড থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়কের সাধারণ মানুষ, পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন, ফেডারেশনের জেলা কমিটির সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, শাহীনুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা সাদেকুর রহমান, শ্রমিক নেতা মাওলানা নিজাম উদ্দিন, মোশাররফ হোসাইন, কামাল উদ্দিন, আরিফ আহমদ, অলিউর রহমান, কয়েস আহমদ, সোহেল আহমদ প্রমুখ।