দুর্ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি। তবে সাথে থাকা মোবাইল ফোন ও টাকা খুঁজে পাননি।

সিলেটের গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তের মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১০৫৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তারা জানান, অন্তত ১৫ জনের মতো যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে সাত জনের অবস্থা গুরুতর।

বাসের যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, তিনি কালীগঞ্জ থেকে সিলেটে যাওয়ার জন্য পরিবারের ৪ সদস্যকে নিয়ে রওয়ানা হয়েছিলেন। দুর্ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি। তবে সাথে থাকা মোবাইল ফোন ও টাকা খুঁজে পাননি। আরেক যাত্রী নজরুল ইসলাম বলেন, তিনি বাসের একেবারে পিছনের সিটে ছিলেন। কিভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে তা তিনি বলতে পারেননি। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জামাল বলেন, ঘটনাস্থলে গিয়ে কোনো আহত যাত্রী পায়নি। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে কতজন আহত হয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না।