ঘূর্ণিঝড় মোখা অতিপ্রবল হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোখার প্রভাবে সেন্টমার্টিন দ্বীপে দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রোববার চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
অতিভারী বর্ষণ কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এ দিকে রাজধানীতেও মোখার প্রভাব পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে রাত পর্যন্ত। সে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে রাজধানীতে প্রভাব খুব বেশি পড়বে না। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে সামগ্রিকভাবে রোববার দিনে তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।