ঘোড়াঘাট থানায় ওপেন হাউজ অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ
দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী ওপেন হাউজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১/০৫/২০২৫) থানার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফত হুসাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মোঃ আল মামুন কাউসার, সাবেক পৌর মেয়র জনাব মোঃ আব্দুর সাত্তার মিলন, এবং সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “জনগণের সঙ্গে সরাসরি কথা বলার এই প্ল্যাটফর্ম পুলিশি সেবা কার্যকর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক স্থাপন করতেই এ আয়োজন।”
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার প্রতিটি বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, “আপনাদের অংশগ্রহণ আমাদের কাজকে আরও সহজ করে তোলে। আমরা চাই জনগণই হোক পুলিশের প্রকৃত শক্তি।”
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো:নাজমুল হুদা জানান, স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের ওপেন হাউজ আয়োজন।
অনুষ্ঠানটি একটি উন্মুক্ত মতবিনিময় সভায় রূপ নেয় এবং সকলে একে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানান।