চকরিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো,সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার (৮জুলাই) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.সাজ্জাদ হোসেন (৩০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের বিংভিং দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে ডাকাতি অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী জানান, গত ৬জুলাই চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাল ও তার সঙ্গীয় ফোর্স ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনার পথে দুষ্কৃতকারীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই চকরিয়া থানায় একটি মামলা রুজু করা হয় এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান শুরু করে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই ঘটনায় সাজ্জাদ হোসেন ছাড়া ও আরও কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।