গত ৬ জুলাই রাতে চকরিয়া থানার এসআই (নিঃ) সঞ্জীব পালের নেতৃত্বে একদল পুলিশ চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকা থেকে চকরিয়ারর ডুলহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা কামাল হোছনের পুত্র সাজ্জাদকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নেওয়ার সময় পথে সাজ্জাদের স্বজনরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় অভিযুক্ত মো. সাজ্জাদ হোসেনকে অবশেষে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বুধবার দুপুরে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান।
তিনি জানান, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনে ও পুলিশের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৩১ আগস্ট, ২০২৫ সালের ৪ ও ১৬ জানুয়ারি এবং ২০২৪ সালের ২৮ অক্টোবর দায়েরকৃত মামলাগুলো উল্লেখযোগ্য। সবগুলো মামলায় তিনি এজাহারনামীয় আসামি হিসেবে পলাতক ছিলেন।
ওই ঘটনার পর এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামাকে আসামি করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।