রবিবার (১৪ই এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়পুর নতুন বাড়ীর আব্দুর রহমান (৬০) ও জাহানারা বেগম (৫৫) এর দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং আশেপাশের কয়েকটি বসতঘর আংশিক ক্ষতি হয়।

রবিবার (১৪ই এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়পুর নতুন বাড়ীর আব্দুর রহমান (৬০) ও জাহানারা বেগম (৫৫) এর দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং আশেপাশের কয়েকটি বসতঘর আংশিক ক্ষতি হয়।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত মোঃ আব্দুর রহমান বলেন, হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দেখতে পায়, পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে, ইলেকট্রনিকাল শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।