adds
intro

মোঃ আতিকুল ইসলাম

আনোয়ারা উপজেলা প্রতিনিধি

Chattogram,Anwara,Upazilla

পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ জুলাই , ২০২৪ ০৬:১৩

বিবৃতিতে বলা হয়, "প্রতিদিন সময়" পত্রিকায় আনোয়ারা থানার অন্তর্গত ৩নং রায়পুর ইউনিয়নের ৫নং সরেঙ্গা গ্রামে পাওনা টাকার জের ধরে মারামারি হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি মূল ঘটনাকে আড়াল করে পাওনা টাকার বিষয়ে একতরফা সংবাদ প্রচার করা হয়েছে যা মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার মূল বিষয় হচ্ছে সন্ত্রাসী সুলতান বাহিনী সরেঙ্গা গ্রামের জনৈক ছালাম মাঝির বাড়ী ও মাদ্রাসা আক্রমন করে মোঃ ফারুক, মোঃ ছালেক, মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল কালাম, ও আয়শা আকতারগণকে মারাত্মক আঘাত করে।

report

আনোয়ারাবাসী বিদ্যুৎ এর নাম দিয়েছেন "মেহমান"

২৯ জুন , ২০২৪ ১০:৫১

স্থানীয়রা বিদ্যুৎ এর নাম দিয়েছে ‘মেহমান’; মর্জি হলে আসবে, নয়তো নয়। একজন আরেক জনকে বলেন, মেহমান এসেছিল, আবার চলেও গেছে!চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন একরকম নাজেহাল অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের। লোডশেডিংয়ের কারণে তীব্র গরম আর রাতে অন্ধকারে শিক্ষার্থীদের বেহাল অবস্থা। এদিকে মিল-কলকারখানার চাকা স্থবির হয়ে থাকায় অনেকের ব্যবসা এখন বন্ধ হওয়ার উপক্রম।

report

চট্টগ্রামের আনোয়ারায় আগুনের পুড়ে গেছে বসতঘর; নিঃস্ব ১৮টি পরিবার

২৩ জুন , ২০২৪ ১২:২৬

এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, হুমায়ুন পারভেজ, মোঃ ইউনুচ মিস্ত্রী, মোঃ নুরুল আলম, মোঃ শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মোঃ মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন প্রকাশ লেদুনী, মোঃ আনোয়ার, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইদ্রিস, জেসমিন আক্তার।

report

ইজারার নামে পারকি সমুদ্র সৈকতে চলছে ব্যাপক চাঁদাবাজি

২৩ জুন , ২০২৪ ০৭:১৬

দেখা যায়, বীচে নামার প্রতিটা রাস্তার মুখে রশিদ বই নিয়ে ইজারা তুলছেন ইজারাদারের নিয়োজিত লোকজন। এছাড়াও বিচের আশেপাশে অবস্থিত বিভিন্ন রিসোর্টগুলোতে যেসমস্ত গাড়ি প্রবেশ করছে সেসব গাড়ি থেকেও পার্কিং এর চাঁদা নেওয়া হচ্ছে। পার্কিং এর নামে গহিরা সড়কের দু’পাশে বাস, প্রাইভেটকার, সিএনজি রাখা হয়েছে। এসব যানবাহন থেকেও নেওয়া হচ্ছে চাঁদা। রাস্তার দু’পাশে এভাবে পার্কিং এর নামে যানবাহন রাখার কারণে নিয়মিত সৃষ্টি হচ্ছে যানজট।

report

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৩ জুন , ২০২৪ ০৬:৫৪

অনুসন্ধান কমিটি সরেজমিনে উক্ত ঘটনা অনুসন্ধান করেন। অনুসন্ধানকালে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ আনুসঙ্গিক কার্যক্রম পরিচালনা করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। অনুসন্ধানে জানা যায়, গত ১৮ জুন রাত অনুমান ০১টা ৪৫ এর দিকে আনোয়ারা হতে শহরমুখী ৪টি পিকআপ আসতে দেখে সন্দেহ হওয়ায় রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত আনোয়ারা খানার এস আই হোসেন ইবনে নাঈম ভূঁইয়া থামার সংকেত দিলে ০৩টি পিকআপ দিক পরিবর্তন করে উল্টো দিকে চলে যায়। সংবাদে উল্লিখিত পিকআপটিকে থামিয়ে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে তাদের গন্তব্যের ব্যাপারে সন্দেহ হওয়ায় উক্ত এসআই পিকআপটিকে যাচাই বাছাইয়ের জন্য থানায় নিয়ে আসেন। উল্লেখ্য যে, সরকারিভাবে দেশের সকল প্রান্ত হতে ঢাকায় একত্রে সকল চামড়া প্রবেশ করে যেন পঁচে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি না হয় সেজন্য ঈদ পরবর্তী ন্যূনতম ১০ (দশ) দিন কোন চামড়া ঢাকায় প্রবেশ করতে দেয়া যাবে না মর্মে নির্দেশনা রয়েছে। তাছাড়া বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশন কর্তৃক পরিবহন ও ট্রান্সপোর্টের মাধ্যমে কাঁচা চামড়া পাচার হওয়ার আশঙ্কা থাকায় পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করা হয়। এ প্রেক্ষিতে জেলার সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট কাজ করে।

report

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ হলো বাল্যবিয়ে, গুনতে হলো জরিমানা

১০ জুন , ২০২৪ ১০:৫২

আনোয়ারার একটি কমিউনিটি সেন্টারে চলছিল এক কিশোরীর বিবাহ অনুষ্ঠান। দুপুর থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত দুপক্ষের অতিথিদের খাওয়া দাওয়া শেষ। এবার বরের হাতে কনেকে তুলে দেওয়ার পালা। ওই মুহূর্তে বিয়ের আসরে হাজির ম্যাজিস্ট্রেট। তখন পালিয়ে যায় বর ও কনে। তারপরও শেষ রক্ষা হয়নি বাল্যবিবাহের অপরাধের কনের মা’কে গুনতে হলেঅ ৫০ হাজার টাকা।

report