যেকোন সংগঠনের প্রথমেই সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব জরুরী হয় ৷অতীতের অন্দোলনের ব্যর্থতার জন্য মাঠের পরিক্ষিত নেতাদের মুল্যায়ন করতে গিয়ে দেখা গেছে অনেক হেভিওয়েট নেতাও বাদ পড়েছেন।
তদের মধ্য থেকে আবার অনেককে ত্যাগ ও দক্ষতার ভিত্তিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিয়ে মুল্যায়ন করা হয়েছে । এর ধারাবাহিকতায় খুব শিগগিরই দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় ধরনের রদবদলের কথা রয়েছে। সেখানে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এই মুহুর্তে এই পদের জন্য যিনি বেশি আলোচনায় রয়েছেন তিনি - খাগড়ছড়ি পার্বত্য জেলা থেকে দুই দুইবার নির্বাচিত সাবেক সাংসদ এছাড়াও সাবেক পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বর্তমান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সহ কর্মসংস্থান বিষক সম্পাদক) এবং খাগড়াছড়ি জেলা বিএনপির (সভাপতি) ওয়াদুদ ভুইয়া ।
দলটির একাধিক নীতি নির্ধারকের সাথে কথা বলে জানা গেছে, ওয়াদুদ ভুইয়া সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৮০ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। এর পর রামগড় মহকুমা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে ছাত্রদলের সভাপতি ও আহবায়ক ছিলেন । পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে ২৯৮ খাগড়াছড়ি আসন থেকে জাতীয় সংসদ সদস্য পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন।
দলটির একাধিক নীতি নির্ধারকের সাথে আলাপ করে জানা গেছে, বিগত বছর গুলোতে খাগড়াছড়ি জেলা বিএনপি ওয়াদুদ ভুইয়ার দক্ষ নেতৃত্বে আন্দোলন সংগ্রামে বাংলাদেশের যেকোন জেলার চেয়ে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে এবং সবচেয়ে বেশি নেতাকর্মী উপস্থিতির মাধ্যমে সভা সমাবেশে অংশ গ্রহন করেছে । তাছাড়া এই মুহুর্তে চট্রগ্রাম বিভাগে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্বেরও সংকটও দেখা থিয়েছে । দল ও দেশের এই ক্লান্তিকালে ত্যাগী ও দক্ষ নেতৃত্বের কোন বিকল্প নেই।
এই প্রসংগে ওয়াদুদ ভুইয়া'র কাছে জানতে চাইলে তিনি বলেন- "দল ও জিয়া পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে, এবার সুযোগ পেলে আমি দলকে কিছু দিতে চাই" বিএনপির একাধিক নেতাদের সাথে আলোচনা করে জানতে পারলাম, দলের এই দুঃসময়ে বিএনপি তৃনমুল চাচ্ছে এই পদে বৃহত্তর চট্রগ্রামের সাবেক কোন এমপি বা মন্ত্রীকে পদায়ন করলে দলের জন্য অনেক বেশী সুফল বয়ে আনবে। সেই ক্ষেত্রে এই মুহুর্তে ওয়াদুদ ভুইয়ার বিকল্প নাই।
বাংলাদেশের সকল জেলায় জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কার্যক্রমে খাগড়াছড়ি জেলা সবচেয়ে এগিয়ে আছে, এছাড়াও খাগড়াছড়িকে একটি দলের সাংগঠনিক কাঠামো সম্পন্ন জেলা বলা হয় ৷