চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে তোলপাড় চলছে। পরিবারের অভিযোগ, ওয়ার্ডবয়কে বকশিশ না দেওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ রেখে মেরে ফেলা হয়েছে নবজাতককে। শনিবার (১৫ মার্চ) দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা বেলাল উদ্দিনের অভিযোগ, বকশিশ না দেওয়ায় এক ওয়ার্ডবয় অক্সিজেনের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় তার সন্তান মারা গেছে।
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালি ইউনিয়নের বাসিন্দা বেলাল উদ্দিন জানান, সাতদিন আগে চকরিয়ার জমজম হাসপাতালে তার সন্তান জন্মগ্রহণ করে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গত ৯ মার্চ নবজাতককে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বেডে রাখা হয়।
আজ সকালে শিশুটি স্বাভাবিক ছিল এবং খেলছিল। অক্সিজেনের পানি শেষ হয়ে গেলে ওয়ার্ডবয়কে নতুন পানি সরবরাহের অনুরোধ করা হয়। কিন্তু বকশিশ না দেওয়ায় ওয়ার্ডবয় অক্সিজেনের পানি বন্ধ করে দেয় এবং পরিচ্ছন্নতার অজুহাতে বাবা-মাকে ওয়ার্ড থেকে বের করে দেয়। প্রায় দেড় ঘণ্টা বাইরে অপেক্ষার পর তারা যখন ভেতরে প্রবেশের অনুমতি পান তখন গিয়ে দেখেন তাদের সন্তান মৃত। বেলাল উদ্দিন ক্ষোভপ্রকাশ করে বলেন, প্রতিবার অক্সিজেন লাগানোর জন্য ২০০ টাকা করে চাওয়া হয়। কিন্তু গরিব মানুষ, বারবার টাকা দেওয়া সম্ভব হয় না। টাকা না দেওয়ার কারণে আমার সন্তানের জীবন চলে গেল।
এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম বলেন, এ ঘটনায় বিভাগীয় প্রধানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।