ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী ওহাব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মোঃ রাশেদুল ইসলামকে জীবননাশের হুমকি এবং বিভিন্ন রকম ভয়-ভীতি দেখিয়ে ফিল্মি স্টাইলে পরিবহন বাস থেকে চাঁদা উঠাতে শুরু করে। 



সোমবার (১সেপ্টেম্বর) অনুমানিক বিকেল ৫টায় মোঃ রাশেদুল ইসলাম চন্দ্রা স্ট্যান্ডে পরিবহন বাস চেক করার জন্য গেলে। ওহাব বাহিনীর সন্ত্রাসীরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে স্টান্ড থেকে তাড়িয়ে দেয়। এবং পরিবহন বাসগুলো থেকে বেআইনিভাবে  চাঁদা উত্তোলন করতে শুরু করে। 


মোঃ রাশেদুল ইসলাম এই ঘটনার পড়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন। 
অভিযোগ সূত্রে জানা যায় ১-মোঃ ওহাব (৩৪), পিতা-মহত আলী এবং তার সন্ত্রাসী বাহিনী ২-মোঃ ইমরান (৩৫), ৩-আলিম (৪০),
৪- আঃ বারেক (৪০) ৫-আফজাল হোসেন (৪০), এবং ৬- মোঃ আদম আলী (৪৫) এন এন ট্রাভেলস নাফিয়া ক্লাসিক সহ নাটোর জেলা পরিবহন বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির গাড়িগুলো থেকে অবৈধভাবে করে চাঁদা উত্তোলন করে। পরবর্তীতে মোঃ রাশেদুল ইসলাম পরিবহন বাস গুলো চেক করতে গেলে মারপিট করা সহ ভয় ভীতি এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। 



মোঃ রাশেদুল ইসলাম বলেন চন্দ্রা স্ট্যান্ডে লিখিতভাবে আইনি এবং বৈধ কাগজপত্র সহ  চেকার হিসেবে আমাকে মালিক সমিতি থেকে নিয়োগ দেয়। মালিক সমিতির যে গুলো বাস আছে আমি সেগুলো চেক করতে গেলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী ওহাব এবং তার সন্ত্রাসী বাহিনী আমার উপরে আক্রমণ করে মারপিট সহ মেরে ফেলার হুমকি দেয়। রাশেদুল ইসলাম আরো বলেন আমি এ বিষয়ে আইনি তদন্তের মাধ্যমে সঠিক এবং ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি।