প্রায় ২০ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু সেবার কার্যক্রম উদ্বোধণ হলো দেশের অবহেলিত জনপদ দ্বীপ জেলা ভোলা চরফ্যাসনের শশীভূষণ। মার্কিন নাগরিকের উদ্যোগে ’আমার চোখ আমার আলো’ নামের পাইলট প্রকল্প ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) এবং বাংলাদেশ ডিজাস্টার প্রিয়েয়ার্ডনেস সেন্টার(বিডিপিসি) ডাটা ইয়াকারের যৌথ উদ্যোগে দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের চক্ষু সেবা নিশ্চিত করতে পাইলট প্রকল্পের আওয়াতায় ৬ মাস ব্যপি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৬ জানুয়ারি সকালে চরফ্যাসন উপজেলার শশীভূষন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান হাসপাতালে বিনামূল্যে চক্ষু সেবার এ কার্যক্রমের শুভ উদ্বোধণ করা হয়।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিপির পরিচালক আহমাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিডিপিসির পরিচালক ও সাবেক সিপিপি পরিচালক সাইদুর রহমান, প্রকল্পের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মি.র্যান্ডম,বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিরেক্টর আবদূর রাজ্জাক,অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান,চরম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাক্তার শোভন বসাক প্রমূখ।
বক্তারা বলেন, এই মহৎ উদ্যোগটি যুক্তরাষ্ট্র স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মি.র্যান্ডম ও অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান গ্রহন করেন। চরফ্যাসনের প্রান্তিক পর্যায়ের ২০হাজার মানুষকে বিনামূল্যে ৬ মাস ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে। যাতে করে চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে গ্রামঞ্চলের হতদরিদ্র মানুষ চোখের আলো ফিরে পায়। প্রান্তিক উপজেলা চরফ্যাসনের মানুষের চক্ষু সেবা নিশ্চিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি'র নিজেরই বিনামূলে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের চক্ষু রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান শুরু করেন উদ্যোক্তরা। অবহেলিত এমন অঞ্চলে বিনামূলের চক্ষু সেবার হাতছানিতে প্রাণের স্বপ্ন পূরণ হয়েছে বলে দাবি এলাকাবাসীর।