দলের ভেদাভেদ ভুলে দেশ নায়ক  তারেক রহমানের নেতৃত্বে  দেশ গঠনে এগিয়ে আসুন :শহিদুল ইসলাম বাবুল 

ফরিদপুর জেলা প্রতিনিধিআব্দুস সালাম মোল্লা।  ফরিদপুর জেলায় চরভদ্রাসন উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত ২৩শে জুন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়।  কর্মী সম্মেলনে সভাপতিত্ব  করেন ফরিদপুর  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাব্বানী রতন ভুইয়া। 
উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৪ আসনের জাতীয়তাবাদী বিএনপি'র ধানের শীষের কান্ডারী, কৃষক দলের কেন্দ্রে কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 
 ভেদাভেদ ভুলে দেশ নায়ক  তারেক রহমানের নেতৃত্বে  দেশ গঠনে এগিয়ে আসুন :শহিদুল ইসলাম বাবুল। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোদেরেস আলী ইছা, 
প্রধান বক্তা ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। 
কর্মী সম্মেলনের সঞ্চালনা করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য মামুন আর রশিদ। 
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ফরিদপুর ৪ আসনের জাতীয়তাবাদী বিএনপি'র ধানের শীষের কান্ডারী, কৃষক দলের কেন্দ্রে কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন  দলের ভেদাভেদ ভুলে দেশ নায়ক  তারেক রহমানের নেতৃত্বে  দেশ গঠনে এগিয়ে আসুন। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শ  উদ্বুদ্ধ হয়ে  দলের ওদেশের কাজ করি। 
কর্মী সম্মেলন উপলক্ষে উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল আমিনওআরমান আলি সরদার ওআব্দুল কুদ্দুস ভিপি বাদশার  নেতৃত্বে মিছিলে কর্মী সম্মেলন উপস্থিত হয়।অপরদিকে আলহাজ্ব শাহজাদা মিয়ার গ্রুপের সাবেক বিএনপি সভাপতি শাহজাহান শিকদার  মনজুরুল হক মৃধার নেতৃত্বে একটি নিয়ে কর্মী সম্মেলন  উপস্থিত হয়। 
অপরদিকে  আওয়ামী লীগ লীগের কাজী জাফরুল্লাহ নৌকা মার্কার নির্বাচনে সক্রিয় জড়িত  সাবেক হরিরামপুর ইউ পি চেয়ারম্যান ওবায়দুল বাড়ি খান দিপু ও তারিই নামে বিস্ফোরক মামলার দেওয়ার নেতা ৩ নং গাজীরটেকইউ পি চেয়ারম্যান ইয়াকুব আলীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে কর্মী সম্মেলনে উপস্থিত হয়।