তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দলের আমির ডা. শফিকুর রহমানসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমবেত হয়েছেন।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথগুলোতে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে তারা মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন। দুপুরের মধ্যে উদ্যান জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উদ্যানের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তাদের বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। এছাড়া, চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের দমন-পীড়নেরও তীব্র সমালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর ঢাকায় বড় ধরনের সমাবেশ করার সুযোগ পেয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।