আটককৃত ব্যক্তি ভারতের মালদা জেলার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক মন্ডল (২২)। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে ইলিশ মাছ পাচার হবে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১৮ কেজি ইলিশ, ভারতীয় একটা ট্রাক সহ ড্রাইভারকে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃত ব্যক্তি  ভারতের মালদা জেলার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক মন্ডল (২২)। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে ইলিশ মাছ পাচার হবে।

এ সংবাদের ভিত্তিতে গত দুই দিন ধরে সোনামসজিদ বন্দরে বিজিবি টহল বাড়ানো হয়। এক পর্যায়ে আজ সকালে ভারতীয় একটি খালি ট্রাকে বক্সের মাধ্যমে প্রায় ১৮ কেজি ইলিশ মাছ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ভারতীয় ট্রাক ড্রাইভার ও ট্রাক আটক করে বিজিবি।অবৈধভাবে পাচারের দায়ে শিবগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করা হয়।