চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ভারতীয় ৪২টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় দুই জনকে গ্রেফতার করেছে বিজিবি। রবিবার দুপুর দেড়টায় শিবগঞ্জ উপজেলার মনাকষায় অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শাহজাহানপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে নাফিউল্লা ও নিরুল ইসলামের ছেলে ফয়সাল। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়, বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে অবৈধভাবে ভারত থেকে আনা চোরাচালানী মালামাল মনাকষা বাজারের পাশে একটি গ্রামে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির টহলদল নাফিউল্লা ও নিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এমন সময় বাড়িতে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল ৪২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালগুলোর জব্দ তালিকা প্রস্তুত করে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে। গ্রেফতার নাফিউল্লা ও নিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান।