নানান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন। অদ্য বুৃধবার (১১ ফেব্রুয়ারি) সকাল হ ইয়ে বিকাল পর্যন্ত পৌর বিএনপি'র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়। পৌর বিএনপি'র আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.শাহীন শওকত। সকাল ১১টার দিকে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম জামাল বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া জাকা। বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি-র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু,যুগ্ম আহবায়ক কামরুল আরেফিন বুলু প্রমুখ। পরিশেষে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.শাহীন শওকত বলেন, শেখ হাসিনা তার শাসন আমলে তার পরিবার ছাড়া কোনো মানুষকে মানুষ মনে করেননি।তাই দেশ ছেড়ে পালানোর সময় তার পরিবার ছাড়া অন্য কাউকে সঙ্গে করে নিয়ে যায়নি।