বাংলাদেশের সর্ব দক্ষিণ সিমান্তবর্তী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন হতে গত ১ সেপ্টেম্বর গতকাল শুক্রবার তিন বনকর্মীকে অপহরণ করে অপহরণ কারী। আজ সোমবার (৪সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের, বকসু মিয়ার ছেলে আবদুর রহমান ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম।
তারা তিনজনই সুস্থ আছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও নেচারপার্ক মোচনী বন পাহারা দলের সভাপতি মোহাম্মদ ওসমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ও আমাদের বিভাগের ৩২ জন মিলে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। ডাকাত দলের ১৬ জন মতো সদস্য ছিল।
তারা আমাদের দেখে অপহৃত তিনজনকে ফেলে পালিয়ে যায়। তারা তিনজনই সুস্থ আছেন, তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত সাড়ে আট মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪২ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।