গতকাল ১১ মে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সাথে চিটাগাং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সাথে এভারকেয়ার হাসপাতালে চুক্তি স্বাক্ষরিত হয়েছে চিটাগাং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা চিকিৎসা সেবায় সর্বোচ্চ ৮ শতাংশ ছাড় পাবে
এই চুক্তির আওতায়, চিটাগাং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী -কর্মচারীরা বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুবিধা প্রদান করবে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং। চিটাগাং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির
পক্ষ থেকে ছিলেন চিটাগাং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক আযম খানসহ ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং।
বলেন, এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী ও কর্মীরা এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে স্বাস্থ্যসেবা নিতে আসবেন এবং আমরা তাদের সেরা অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করবো।” চিটাগং শপিং কমপ্লেক্সের সভাপতি আযম খান বলেন, ব্যবসায়ীরা বিমা সুবিধা, চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত, অসুস্থতা হলে পরিবারের সদস্যদের মাঝে হতাশা নেমে আসে, ব্যবসায়ীরা অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখলে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য কোন বিশেষ চিকিৎসা সুবিধা নেই। বর্তমান সময়ে চিকিৎসা সেবা অত্যন্ত ব্যয়বহুল, ক্রমান্বয়ে সকল ব্যবসায়ীকে যে কোন হাসপাতালে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে হাসপাতাল ক্যাশ কভারেজের জন্য আরও প্রতিষ্ঠানের সাথে ভবিষ্যতে চুক্তি করা হবে এতিমধ্যে স্মার্ট ইজি হেলত বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ১ টি প্রস্তাব দেওয়া হয়েছে তাদের ১ বছর মেয়াদি হেলথ কার্ড গ্রহণের মাধ্যমে বাংলাদেশের যে কোন হাসপাতালে চিকিৎসা নিলে কার্ডের লিমিট অনুযায়ী হাসপাতাল ক্যাশ কভারেজ পাবে, বিষয়টি সমিতির সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সকল ব্যবসায়ীকে এই স্মার্ট ইজি বাংলাদেশ লিমিটেড হেল্থ সেবায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।